শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বিদেশে প্রাণ গেল ১২৭ বাংলাদেশির

সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ১২৭ জন বাংলাদেশি মারা গেছেন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ৫ শতাধিক প্রবাসী। দেশে দেশে বাংলাদেশিদের কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃত্যুর খবরে চরম আতঙ্ক বিরাজ করছে কমিউনিটিতে।

বিশ্বের বেশির ভাগ দেশে গোপনীয়তা সংক্রান্ত আইনের কারণে মৃত ব্যক্তির নাগরিকত্ব জানানো হয় না। অনেক দেশ আবার সেই দেশের নাগরিক হয়ে যাওয়ার কারণে বাংলাদেশি পরিচয় স্বীকার করে না। তাই সুনির্দিষ্ট করে প্রবাসে থাকা বাংলাদেশির মৃত্যুর আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায় না।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রেই বাংলাদেশি মারা গেছেন সর্বাধিক ৮২ জন। নিউইয়র্কে এখনও বহু প্রবাসী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সোমবার ডা. মো. ইফতেখার নামে একজন প্রবাসী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরো খবর