রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

খুলছে দুবাই যেতে লাগবে করোনা নেগেটিভ সনদ

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড বিশ্ব। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তবে এরই মধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে বিভিন্ন দেশ। সেই ধারাবাহিকতায় বিদেশি পর্যটকদের জন্য আগামী ৭ জুলাই থেকে খুলে যাচ্ছে দুবাই। এছাড়া যাদের কাছে রেসিডেন্সি ভিসা আছে তারা ২২ জুন থেকে দুবাইয়ে যেতে পারবেন।

দুবাই কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের রবিবারের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এ ব্যাপারে দুবাই গণমাধ্যম বিভাগ রবিবার বলেছে, দুবাইয়ে আসবেন এমন ব্যক্তিরা সম্প্রতি করোনাভাইরাস টেস্টে নেগেটিভ হয়েছেন তা প্রমাণিত হওয়ার সনদপত্র দেখাতে হবে কিংবা পৌঁছানোর পরপরই তাদেরকে দুবাই বিমানবন্দরে করোনা পরীক্ষা মুখোমুখি হতে হবে।

স্থানীয় নাগরিক ও বাসিন্দারা আগামী মঙ্গলবার (২৩ জুন) থেকে বিদেশে ভ্রমণের অনুমতি পাবেন বলেও জানিয়েছে দুবাই গণমাধ্যম কার্যালয়।

এই বিভাগের আরো খবর