বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

উদপাড়া গ্রামের বাদামচাষীরা চরম বিপদে

জীবন বাগমারা প্রতিনিধিঃ বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের কৃষিনির্ভর গ্রাম উদপাড়া।
উদপাড়া ডাঙ্গায় বাদামের ব্যাপক চাষ হয়েছে ও বাদামের ফলন ভালো হয়েছে।
উদপাড়া ডাঙ্গার বাদাম পরিপক্ব হয়েছে বাদাম উঠানোর উপযুক্ত সময় হয়েছে,
কিন্তু দীর্ঘ দিন টানা বৃষ্টির কারণে উদপাড়া গ্রামের বাদাম চাষীরা বাদাম উঠাতে পারছে না।
উদপাড়া গ্রামের অনেক বাদাম চাষীর জমিতে অতিরিক্ত বৃষ্টির কারনে পানি জমে গেছে ফলে পরিপক্ব বাদাম থেকে বাদামের গাছ উঠা শুরু করছে।
উদপাড়া গ্রামের বাদাম চাষী মোঃ জাহিদুল ইসলাম মিঠু বলেন, আমাদের ১৬কাঠা জমিতে বাদাম আছে, বাদাম উঠানোর এখন উপযুক্ত সময়।
কিন্তু বৃষ্টির কারনে বাদাম উঠাতে পারছি না।
বাদামের জমিতে পানি জমে গেছে, বাদামের টেক উঠে গেছে এজন্য আমরা কৃষকরা ক্ষতিগ্রস্থ হবো।
উদপাড়া গ্রামের আরেক কৃষক মোঃ রইচ মোল্লা বলেন, আমি আমার জমিতে বাদাম উঠানোর কাজ করতেছি অতিরিক্ত বৃষ্টির কারনে বাদাম উঠাতে পারছি না।
আমি কিছু বাদাম উঠাইছি সূর্য না উঠায় বাদাম রোদে শুকাতে পারছি না বাদাম নিয়ে খুব ঝামেলায় আছি।
উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মজিদ বলেন,আমি প্রতিনিয়ত উদপাড়া গ্রামে যাতায়াত করি কৃষকদের পরামর্শ দেই।
এবার উদপাড়া ডাঙ্গায় অনেক বাদাম চাষ হয়েছিল ও ফলন ভালো হয়েছিল।
বাদাম উঠানোর উপযুক্ত সময়ে টানা বৃষ্টির কারনে উদাপাড়ার বাদাম চাষীরা ক্ষতিগ্রস্ত হবে।

এই বিভাগের আরো খবর