বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসি যা পেরেছে, ম্যারাডোনা তার এক শতাংশও পারেনি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার ফুটবলের দুই প্রজন্মের দুই কিংবদন্তি হলেন ডিয়াগো ম্যারাডোনা এবং লিওনেল মেসি। ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছেন কিন্তু মেসি তা পারেননি। তারপরেও প্যারাগুয়ের সাবেক গোলরক্ষক হোসে লুইস চিলেভের্ত মনে করেন, দিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসির মধ্যে কোনো তুলনায় হয় না। মেসির অর্জনের নাকি ধারেকাছেও নেই ম্যারাডোনা।

চিলেভের্ত বলেন, ‘কোনো সন্দেহ ছাড়াই গ্রহের সেরা খেলোয়াড় মেসি। মেসি যা জিতেছে তার এক শতাংশও জিতেনি ম্যারাডোনা। স্পেনের পরিবর্তে আর্জেন্টিনাকে পছন্দ করার জন্য মেসিকে আর্জেন্টাইনদের ধন্যবাদ দেওয়া উচিৎ। তার খেলা দেখা সবসময় আনন্দের।’অনেকদিন ধরে দুই আর্জেন্টাইন ফুটবল তারকা ম্যারাডোনা এবং মেসির মধ্যে তুলনা হয়ে আসছে, কে সেরা তা নিয়ে। অনেকের চোখে বিশ্বকাপ জেতানো ছিয়াশির মহানায়কই সেরা। আবার অনেকের মতে রেকর্ড ছয়টি ব্যালন ডি’অরের মালিক মেসিই সেরা। তবে চিলেভের্তর এম মন্তব্যের পেছনে কারণ অন্য। খেলোয়াড়ি জীবনে চিলেভের্তকে অপমান করেছিলেন ম্যারাডোনা। এই অসম্মানের জবাব তিনি দিলেন!

এই বিভাগের আরো খবর