শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর পুঠিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত

রাজশাহী পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বগুড়াপাড়া গ্রামের এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। কয়েকদিন আগে নারায়নগঞ্জ থেকে ওই ব্যক্তি তার গ্রামের বাড়ি পুঠিয়াতে আসেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন।

গতকাল শনিবার তার রক্তের নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়। পরীক্ষা শেষে রোববাবার বিকেলে তার রক্তে করোনা পজেটিভ ধরা পড়ে। এ নিয়ে রাজশাহীতে প্রথম করোনা রোগী শনাক্ত হলো।

এদিকে স্থানীয় প্রশাসন পুঠিয়ার ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করেছে। ওই পরিবারের সকল সদস্যকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি মাইকিং করে এলাকায় কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকাও তৈরি করেছে প্রশাসন। তাদেরকেও লকডাউনের মধ্যে রাখা হয়েছে। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্ত অলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর