বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অসহায় দুই পথ শিশুর পাশে দাড়াল চিত্রনায়ক জায়েদ খান

শফিউল আলম লাভলু: অসহায় দুই পথ শিশুর পাশে দাড়াল চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি চিত্র নায়ক জায়েদ খান রাতের বেলা বাসায় ফেরা পথে রাস্তার পাশে ডাস্টবিনে দুই শিশুকে খাবার খুঁজতে দেখে। পরে গাড়ি থেকে নেমে বাসার জন্য নেওয়া খাবারের প্যাকেট তাদের হাতে তুলে দেয় এবং মাস্ক পরিয়ে দেন।

অবশেষে ২৫ জুন বৃহস্পতিবার অনেক কষ্টে ডাষ্টবিনে খাবার খুঁজা সেই দুই পথ শিশুর সন্ধান পায়। ঘরে খাবার না থাকার কারনে গতকাল রাতে তারা না খেয়ে ঘুমিয়ে ছিল। সেই দুই শিশুকে ব্যাক্তিগত ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দেন এবং নতুন কাপর দেওয়ার প্রতিশ্রুতি দেন।

চিত্রনায়ক জায়েদ খান নিজের ফেসবুকের টাইম লাইনে লিখেন, আমি আজ বেশ কিছু দিনের সেই দুই অসহায় পথ শিশুকে খাবার সামগ্রী কিনে দিলাম। নগদ কিছু টাকাও দিয়ে দিয়েছি। গায়ে ভাল কাপড় নেই। তাই বলেছি নতুন কাপড় কিনে দিব।

এই বিভাগের আরো খবর