শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পলাশে পুলিশের অভিযানে চোরাই মালসহ ৩ জন গ্রেফতার

মাসুদ খান,(পলাশ) নরসিংদীঃ পলাশ উপজেলায় ঘোড়াশাল পৌরসভার চেয়ারম্যান বাড়ির সামনে থেকে লোহার পাইপ সহ ৩ জনকে আটক করে পুলিশ। (২৮ জুন) ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এস আই মোঃ মনোয়ার হোসেন এবং সঙ্গীয় ফোর্স সহ রাএীকালিন ডিউটি পালন করার সময় তাদেরকে আটক করেন। ঘোড়াশাল পৌরসভার চেয়ারম্যান বাড়ির দক্ষিণে প্রাণ কোম্পানির ২ নং পার্কিং এর সামনে আসামিদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় চ্যালেন্জ করে জিজ্ঞাসাবাদ করা হয়। আাসামিরা এক পর্যায়ে চুুরির সাথে জড়িত থাকার ঘটনা স্বীকার করে স্বীকৃতিমূলক জবানবন্দি দেয়। আসামিরা হলেনঃ ১। সুমন চন্দ্র সরকার (৩৫), ২। মোঃ সেলিম মিয়া (৩৪), ৩। মোঃ মাসুদ (২৫) কে গ্রেফতার করে। ঘোড়াশাল প্রাণ কোম্পানির চুরি হওয়া ১২৮ টি লোহার পাইপ, যার বর্তমান বাজার মূল্য অনুমান ১,২০,০০০(এক লক্ষ বিশ হাজার) টাকা, যাহা উপরোক্ত মালামাল একটি পিক আপে ভর্তি ছিলো। উদ্ধার করে পলাশ থানায় নিয়ে আসা হয়। ঘোড়াশাল প্রাণ কোম্পানির সিকিউরিটি অফিসার মোঃ আলমগীর হোসেন খান বাদী হয়ে পলাশ থানায় নিয়মিত মামলা রুজ করেন। সকালবেলা আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর