শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর দূর্গাপুরে ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

রায়হান ইসলাম, রাজশাহী : রাজশাহীর দুর্গাপুরে এবার করোনায় আক্রান্ত হয়েছেন এক ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী। করোনায় আক্রান্ত ওই ইউপি চেয়ারম্যানের নাম আফসার আলী মোল্লা(৭০) ও স্ত্রী আইনুন নেসা (৫৫)। তিনি উপজেলার ২ নং কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার বাড়ি গোপালপাড়া গ্রামে। বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজী বিভাগ থেকে তাদের করোনা ভাইরাস সনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জানান, রাজশাহী সিভিল সার্জন অফিস থেকে চেয়ারম্যান আফসার আলী ও তার স্ত্রীর করোনায় আক্রান্তের বিষয়টি জানানো হয়েছে। এরপর উপজেলা প্রশাসনের সহয়তাই হোম আইসোলেশনে রাখা হয়েছে । প্রয়োজনে তাদের বাড়ি লকডাউন করা হবেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর