মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ গ্রেফতার ৪

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত চার (৪) মাদক ব্যবসায়ী গ্রেফতার। গতকাল বুধবার (০১ জুলাই ) জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের  এসআই তাপস কান্তি রায় ও এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শিবপুর থানাধীন কলেজগেইট এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১)জিদান (২৪) পিতা – হারুন মিয়া, গ্রাম – শিবপুর পূর্বপাড়া থানা – শিবপুর,(২) মাসুম মিয়া (৩০), পিতা মৃত- ফজলুল হক, (৩) ফরহাদ (৩০), পিতা – জালাল উদ্দিন, উভয়গ্রাম-আব্দুল্লাহনগর,(৪)আরিফুল ইসলাম মিঠুন (২৭) , পিতা – শামসুল হক, গ্রাম – পাহাড় উজিলাব,সর্ব থানা- বেলাব, সর্বজেলা-নরসিংদীদের দখল হতে ৮২ (বিরাশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী জিদানের বিরুদ্ধে ইতোপূর্বে দুইটা মামলা ও আসামী ফরহাদের বিরুদ্ধে ইতোপূর্বে একটা মামলা আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর