রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মক্কা-মদিনায় তারাবি পড়ার অনুমতি পেলেন না সাধারণ মুসল্লিরা

আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম ধর্মের ১৪শ’ বছরের ইতিহাসে প্রথমবার মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে তারাবি নামাজ পড়ার অনুমতি পেলেন না সাধারণ মুসল্লিরা। মসজিদ উল হারাম বা কাবা শরীফে সামাজিক দূরত্ব বজায় রেখে তারাবি আদায় করা হয়।রাজপরিবার বা সরকারি কর্মকর্তারা নন বরং মসজিদের কর্মকর্তা, নিরাপত্তা এবং পরিচ্ছন্নতাকর্মীরা ছিলেন নামাজ পড়ার কাতারে।

তারাবি পড়ান ইমাম শেখ আবদুল রহমান আল সৌদ। এসময়, করোনাভাইরাসের মতো প্রাণঘাতী মহামারি থেকে মানব সম্প্রদায়কে রক্ষায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি।

মদিনার মসজিদে নববিতেও সীমিত পরিসরে হয় তারাবির নামাজ। সেখানেও নামাজ পড়ার সুযোগ পান কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর