আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রান্তের পর স্বেচ্ছায় আইসোলেশনে গেলেন ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো আদ্দো। এক বিবৃতিতে দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ‘তার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই ব্যবস্থা (আইসোলেশন) বেছে নিয়েছেন তিনি।’
বিবৃতিতে আরো জানানো হয়েছে, কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে আইসোলেশনে থেকেই প্রেসিডেন্ট কাজ করবেন। ঘনিষ্ঠ এক ব্যক্তি করোনায় আক্রান্তের পর স্বেচ্ছায় আইসোলেশনে যান তিনি।
উল্লেখ্য, ঘানায় এ পর্যন্ত ১৯ হাজার ৩৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১১৭ জন আক্রান্ত। সাব-সাহারা অঞ্চলের দেশগুলোর মধ্যে ঘানাতেই আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।