মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র সব সময় ভারতকে ভালবাসে, মোদিকে ট্রাম্পের পাল্টা টুইট

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর বন্ধুত্বের সম্পর্ক গোটা বিশ্ব জুড়েই প্রশংসিত। এরই জের ধরেই শনিবার যুক্তরাষ্ট্রের ২৪৪ তম স্বাধীনতা দিবসকে লক্ষ্য করে টুইট বার্তায় যুক্তরাষ্ট্রকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি।

শনিবার দীর্ঘ এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, আমি আমেরিকার ২৪৪ মত স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকাবাসীকে সমর্থন জানাই।বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ হিসেবে আমরা স্বাধীনতা ও মানব উদ্যোগকে গুরুত্ব দিয়ে এই দিন উদযাপন করি। মোদির এই টুইটের পর পাল্টা জবাবে ট্রাম্প বলেন, ধন্যবাদ বন্ধু, আমেরিকা ভারতকে সর্বদা ভালবাসে।

এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের এই বন্ধুত্বের মাঝে জায়গা করে নিয়েছে ভারত চীনের বর্তমান সংঘাত। এর জের ধরেই বৃহস্পতিবার চীনের বিরুদ্ধে সরব হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র।

এই বিভাগের আরো খবর