শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিল প্রেসিডেন্টের করোনা উপসর্গ

আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসের উপসর্গ থাকায় ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো আবার কভিড-১৯ পরীক্ষা করিয়েছেন। সোমবার সরকারি বাসভবনের সামনে জড়ো হওয়া সমর্থকদের তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

‘এই মাত্র হাসপাতাল থেকে ফিরলাম,’ জানিয়ে বলসোনারো বলেন, ‘ফুসফুসের পরীক্ষা করিয়েছি। ফুসফুস পরিষ্কার, ঠিকাছে? কিছুক্ষণ আগে কভিড-১৯ পরীক্ষা করাতে গিয়েছিলাম, কিন্তু সব ঠিক আছে।’

সিএনএন জানিয়েছে, শুরু থেকে করোনাকে পাত্তা না দেয়া বলসোনারো দিনে দিনে সুর পালটাচ্ছেন। এখন তাকে মাস্কও পরতে দেখা যাচ্ছে। মঙ্গলবার তার করোনা টেস্টের পূর্ণাঙ্গ রিপোর্ট আসার কথা।

‘তোমরা কেউ আমার কাছে এসো না, ঠিকাছে? এই নির্দেশনা সবার জন্য।’

ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত এই রাজনীতিবিদ এখন এমন কথা বললেও কয়েক দিন আগে শতশত মানুষ নিয়ে রীতিমতো র‌্যালিতে হেঁটেছেন।’

এর আগে মে মাসে তার করোনা আক্রান্ত হওয়ার খবর চাউর হয়। পরে অবশ্য বলসোনারো নিজেই সেই খবর উড়িয়ে দেন।

নভেল করোনাভাইরাসে ব্রাজিলের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী আক্রান্ত এবং মৃতের তালিকায় তারা দ্বিতীয় স্থানে। শীর্ষে যুক্তরাষ্ট্র।

এই বিভাগের আরো খবর