সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন নীতি হিজবুল্লাহকে দুর্বল নয় বরং শক্তিশালী করছে: হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ জানিয়েছেন, লেবানন সম্পর্কে মার্কিন সরকার যে শত্রুতার নীতি অনুসরণ করছে তা হিজবুল্লাহকে দুর্বল নয় বরং শক্তিশালী করছে। এছাড়া, লেবাননের অভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন হস্তক্ষেপের নিন্দা জানান তিনি। মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুত থেকে টেলিভিশনের মাধ্যমে দেয়া বক্তৃতায় হাসান নাসরুল্লাহ এসব কথা বলেন। 

এ সময় হিজবুল্লাহ মহাসচিব বলেন, লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শেয়া প্রকাশ্যে লেবাননের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন ভূমিকার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেয়ারও কথা বলেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহ ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা লেবাননের বিরুদ্ধে যে সমস্ত বিধি নিষেধ আরোপ করার চেষ্টা করছে তা ব্যর্থ হবে। এ অবস্থায় আমার উপদেশ হচ্ছে লেবাননের বিরুদ্ধে আমেরিকার এই শত্রুতার নীতি বাদ দেয়া উচিত।

এই বিভাগের আরো খবর