মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এবার চলে গেলেন বলিউড অভিনেতা জগদীপ

বিনোদন ডেস্ক : ঋষি কাপুর, ইরফান খান এবং সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই বলিউডে আরও এক নক্ষত্রের পতন ঘটেছে। এবার মারা গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা জগদীপ। বুধবার রাত ৮টা ৪০ মিনিটে তিনি নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

জগদীপের আসল নাম সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। তবে তাকে জগদীপ নামেই বেশি চিনত মানুষ। তার দুই দুই ছেলে জাভেদ জাফরি ও নাভেদ জাফরি।

প্রায় ৪০০ হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ‘শোলে’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘নাগিন’সহ একাধিক চলচ্চিত্র।

তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন। এদের মধ্যে জনি লিভার, অজয় দেবগন, মনোজ বাজপেয়ীসহ আরও অনেক তারকা টুইট করে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল মারা যান বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। তার মৃত্যুর পরদিনই মৃত্যু হয় বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের। এরপর চলে গেলেন সুশান্ত সিং। আর এবার বিদায় নিলেন জগদীপ।

এই বিভাগের আরো খবর