রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মারা গেছে কিম জং উন.?

নিউজ ডেস্কঃ হংকং স্যাটেলাইটন টেলিভিশন জানিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মারা গেছেন । তাদের খবরে বলা হয়, কিম জং উন মারা গেছেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো ধরনের মন্তব্য করেনি।

অন্যদিকে উত্তর কোরিয়া বিষয়টি নাকচ করে দিয়েছে। অন্যদিকে কিমের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চিকিৎসক দল পাঠিয়েছে চীন। গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চিকিৎসক দল পাঠিয়েছে চীন। খবর রয়টার্সের।

তবে গত ১১ এপ্রিল সর্বশেষ জনসম্মুখে এসেছেন কিম জং উন। ওই দিন তার উপস্থিতির ভিডিও সরকারি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল। এদিকে গত সোমবার গুজব ছড়িয়ে পড়ে- হার্টের জটিল অপারেশনের পর কিম জং উনের অবস্থা গুরুতর।

আর সেই দাবি করে দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদপত্র ডেইলি এনকে। সিএনএন এর এক প্রতিবেদনেও দাবি করা হয়, কিম গুরুতর অসুস্থ। তবে বিষয়টি গুজব হিসেবে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া।

এই বিভাগের আরো খবর