সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন মেয়েকে নিয়ে গাইলেন ডলি

বিনোদন ডেস্ক :  জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী। ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তার রয়েছে তিনটি মেয়ে। এবার সেই তিন মেয়ে কথা, রিমঝিম ও ফাইজাকে নিয়ে গাইলেন এই কণ্ঠশিল্পী। গানের শিরোনাম ‘পারিনি ভুলতে’।

সুদীপ কুমার দীপের কথায় গানটির সংগীত করেছেন আকাশ মাহমুদ। গানটি তৈরি হয়েছে ইংরেজি ও বাংলা দুই ভার্সনে। ইংরেজি অংশের কণ্ঠ দিয়েছে মেয়েরা আর বাংলায় গেয়েছেন ডলি সায়ন্তনী।

তিনি বলেন, ‘বড় মেয়ের কথায় আগেও গান করেছি। তবে এবারই প্রথম সব মেয়েদের নিয়ে গান গাইলাম। গানটা আমার একার গাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ আমার স্বামী (ফাইজান খান) বলল, মেয়েদের নিয়ে গানটি গাইলে দারুণ কিছু হবে। সে কথা মতোই কাজ। দুই মেয়েকে নিয়ে সুমন কল্যাণের স্টুডিওতে চলে গেলাম। আর বড় মেয়ে মালয়েশিয়া থেকে মোবাইলে গানটি রেকর্ড করে পাঠিয়েছে। এভাবেই তৈরি হয়েছে আমাদের গানটি। আশা করি, এটি সবার ভালো লাগবে।’

ডলি সায়ন্তনী জানান, ঈদ উপলক্ষে ‘পারিনি ভুলতে’ শিগগিরই তার নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।

এই বিভাগের আরো খবর