বিনোদন ডেস্ক : করোনা আক্রান্ত হয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। কভিড-১৯ পজিটিভ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তিনি নিজেই টুইটারে করোনা আক্রান্ত হওয়ার কথা শেয়ার করেছেন।
টুইটা পোস্টে তিনি লিখেছেন, আমি করোনা আক্রান্ত হয়েছি। হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতাল থেকে জানানো হয়েছে পরিবারের সবাইকে করোনা পরীক্ষা করাতে হবে। তারা করেছে। তবে এখনও ফল পায়নি।
শনিবার রাতে মুম্বাইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। করোনা আক্রান্ত জানার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুহুতে অমিতাভের বাড়ি থেকে সবচেয়ে কাছেই এই নানাবতী হাসপাতাল। সেখানেই ভর্তি করা হয়েছে ৭৭ বছরের এই অভিনেতাকে।