শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ৫’শত পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ তালিকাভূক্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজ রোববার (১২ জুলাই ) এসআই মোস্তাক আহম্মেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন বাদুয়ারচর পাকা ব্রীজের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর থেকে জেলার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী (১) মোঃ রতন ভূইয়া ওরফে  ডাকাত রতন (৪০),পিতামৃত-আঃ সালাম ভূইয়া, গ্রাম -করিমগঞ্জ নয়াহাটি, থানা-রায়পুরা, জেলা -নরসিংদী, (২) মোঃ শহীদ মিয়া (৩০),পিতামৃত-ইসলাম মিয়া, গ্রাম – বাদুয়ারচর কান্দাপাড়া, থানাও জেলা-নরসিংদীদ্বয়ের দখল থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রতন ভূইয়ার বিরুদ্ধে ইতোপূর্বে ০১ টা ডাকাতি, ০১ টা চুরি,০৪ টা মাদক মামলাসহ মোট ০৬ টা মামলা আছে। এ সংক্রান্ত নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর