বুধবার, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে প্রথম মৃত্যু হলো করোনা ভাইরাস আক্রান্ত রোগীর

জেলা প্রতিনিধি, রায়হান ইসলাম: রাজশাহীতে এই প্রথম মৃত্যু হলো সোবাহান আলী (৮০) নামের এক করোনাভাইরাস আক্রান্ত রোগির। রোববার (২৬ এপ্রিল) সকাল সাতটার দিকে রাজশাহী আইডি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । তিনি বাঘা উপজেলার গাওপাড়ার মৃত শহীদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনাভাইরাস চিকিৎসকের প্রধান ডা. আজিজুল হক আযাদ জানান, করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন সোবাহান। করোনা আক্রান্ত এই রোগীর শ্বাসকষ্ট ছিল। গত কয়েকদিন আগে তার অবস্থার অবনতি ঘটে। আজ সকাল ৭ টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। রাজশাহীতে করোনা শনাক্ত আটজন রোগীর মধ্য আজ প্রথম কারো মৃত্যু হলো। এই বৃদ্ধের করোনা শনাক্ত হয় গত ২০ এপ্রিল।

এই বিভাগের আরো খবর