মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়ন কৃষি নির্ভর ইউনিয়ন। গোয়ালকান্দি ইউনিয়নে ব্যাপক হারে পান চাষ হয়। পানের বরজের জন্য বিখ্যাত ইউনিয়ন গোয়ালকান্দি ইউনিয়ন।
অত্যাধিক বৃষ্টির কারনে গোয়ালকান্দি ইউপির বিলগুলোতে প্রচুর পরিমাণে বন্যার পানি ঢুকে পড়েছে। অত্যাধিক বন্যার পানির কারণে গোয়ালকান্দি ইউপির বিভিন্ন গ্রামের পানের বরজ বন্যার পানিতে তলিয়ে গেছে ।অপরিকল্পিত ভাবে পুকুর খননের কারনে পানি নামার ব্যবস্হা না থাকায় এমন পরিস্হিতি। বিশেষ করে গোয়ালকান্দি ইউপির গোয়ালকান্দি, সেনপাড়া,উদপাড়া গ্রামের অনেক পান চাষির পানের বরজ বন্যার পানিতে তলিয়ে গেছে।
সেনপাড়া গ্রামের পান চাষী শ্রী মিঠুন কুমার বলেন, আমার গ্রামের কৃষকদের প্রায় ৩০বিঘা জমির পানের বরজ বন্যার পানিতে তলিয়ে গেছে। আমরা কৃষকরা অতিরিক্ত বন্যার পানির জন্য অনেক বিপদগ্রস্থ অবস্থার মধ্য আছি। আরো অনেক কৃষকের পানের বরজ হুমকির সম্মুখীন হয়ে আছে যা যে কোন মূহুর্তে বন্যার পানিতে তলিয়ে যেতে পারে।