মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মহামারীর গল্পে প্রসেনজিৎ-জয়া

বিনোদন ডেস্ক : আবারও প্রসেনজিৎ-জয়ার রসায়ন দেখতে পারবে দর্শক। এবার মহামারীর প্রেক্ষাপট এক করেছে দুই বাংলার জনপ্রিয় এই দুই শিল্পীকে। ‘অসতো মা সদগময়’ শিরোনামে চলচ্চিত্রে তারা জুটি বেধে কাজ করবেন। কলকাতার পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এটি পরিচালনা করেছেন এটি। জয়া-প্রসেনজিতের সঙ্গে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়।

এর আগে গত বছরে ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত অতনু ঘোষের ‘রবিবার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ-জয়া। চলচ্চিত্রের গল্প নিয়ে পরিচালক ইন্দ্রদীপ বলেন, কয়েকমাসে এই মহামারীর আমাদের মানসিকতায় কতটা পরিবর্তন এনেছে, জনজীবনের কতটা বদল এসেছে তা নিয়েই চলচ্চিত্রের গল্প সাজানো হয়েছে। মাত্র ৫ চরিত্র নিয়ে এ চলচ্চিত্র। স্বাস্থ্যবিধি মেনে শিগগিরই ছবির শুটিং শুরু করতে চান শিল্পী-কলাকুশলীরা।

এ বিষয়ে জয়া আহসান বলেন, পরিচালক যখন গল্পটা শোনালেন এর সঙ্গে নিজের সম্পর্ক খুঁজে পেয়েছি। মহামারীর এই সময়ে আমরা সবাই মানসিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। সবকিছু মিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী। শুটিংয়ের তারিখ নিশ্চিত হলেই কলকাতায় শুটিংয়ে যোগ দেবেন বলে জানান জয়া।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এই বিভাগের আরো খবর