শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আমি তার ছবি থেকে বাদ – হিরো আলম

বিনোদন ডেস্ক : ক’দিন আগেই ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দিলেন হিরো আলমকে তার ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়েছেন অনন্ত জলিল। বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়। এ ছাড়া চলচ্চিত্র সমিতিতে অনন্ত জলিল যেদিন পাঁচ লাখ টাকা দেন, সেদিনও নতুন লুকে দেখা যায় হিরো আলমকে। কিন্তু বৃহস্পতিবার হিরো আলমকে ফোন দিয়ে জানিয়ে দিলেন- তিনি তার ছবি থেকে বাদ। বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম ওরফে আশরাফুল আলম নিজেই। তিনি বলেছেন, একটু আগে অনন্ত জলিল ভাই আমাকে ফোন দিয়ে বললেন, আমি তার ছবি থেকে বাদ। আমিও বললাম, ঠিক আছে। আমি অত কারণ শুনতে চাইনি। কারণ আমাকে তো তিনি আর এমনি নেননি, জনপ্রিয়তা আমার ছিল বলেই নিয়েছিলেন।

এবার হিরো আলমকে বাদ দেওয়া নিয়ে মুখ খুলেছেন অনন্ত জলিল। বিষয়টি স্বীকার করে অনন্ত জলিল সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। যেখানে গতকালের প্রসঙ্গ ছাড়াও আরও অনেকগুলো প্রসঙ্গও রয়েছে। জলিল বলেন, ‘আমি হিরো আলমকে নিয়ে কোনও সিনেমা বানাবো না এবং পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি ফেরতও নিব না! সিংহভাগ বিনোদন সাংবাদিকরা এবং চলচ্চিত্র পরিবারের সকল গুণীজনরা  হিরো আলমকে নিয়ে সিনেমা না বানানোর জন্য আপত্তি জানাচ্ছেন। এবং রিসেন্টলি তার কিছু অশ্লীল ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই আবারো আমাকে নিষেধ করছেন, তাকে নিয়ে সিনেমার না বানানোর।’

তিনি বলেন, ‘সব সময় আমি বিব্রত হচ্ছি, হিরো আলমের এসব বিতর্কিত বিষয় গুলোর জন্য । দীর্ঘদিন যাবৎ আমি চলচ্চিত্র অঙ্গনে সম্মানের সহিত কাজ করে আসছি, চলচিত্রের প্রতিটি সংগঠনের  সাথে ভালো সম্পর্ক আছে , প্রতিটি সংগঠনই আমাকে সন্মনের চোখে দেখে। তাই এই সন্মন রক্ষার্থে , বিতর্কিত কাউকে নিয়ে আমি সিনেমা বানাতে চাইন না।’চলচ্চিত্রের কোনো সংগঠনই চাইছে না হিরো আলমকে নিয়ে সিনেমা বানাতে, এমনই দাবি করে অনন্ত জলিল বলেন, ‘চলচ্চিত্রের কোনও সংগঠনই চাচ্ছেনা যে আমি হিরো আলমকে নিয়ে সিনেমা বানাই। চলচ্চিত্রের  প্রত্যকটি সংগঠনের সন্মানার্থে  আমিও চাইনা  বিতর্কিত কাউকে নিয়ে সিনেমা বানাতে।’মোস্ট ওয়েলকাম খ্যাত এই নায়ক বলেন, ‘আরেকটি কারণ, উল্ল্যেখ না করলেই নয়। কিছুদিন আগে আমি নিজ উদ্যোগে জায়েদ খানের সঙ্গে হিরো আলমকে মিল করিয়ে দিয়েছিলাম, এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও তাদেরকে নিয়ে একসঙ্গে লাঞ্চ করেছিলাম। মীমাংসা করে দেওয়ার পরেও একই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় হিরো আলম মন্তব্য করছেন  যা মোটেও কাম্য নয়।’

অনন্ত জলিলের মর্যাদা হিরো আলম বোঝেনি উল্লেখ করে এই নায়ক বলেন, ‘আমার এত  ব্যস্ততার মাঝেও আমি তাকে পাশে বসিয়েছিলাম,  সে আমার মর্যাদা  বোঝে নাই । আমার মর্যাদা যেহেতু  বোঝেনাই তাই  আমি চাইনা ভবিষ্যতে  তার  দ্বারা  আমার  মর্যাদা ক্ষুণ্ণ হোক। আমি চাচ্ছিলাম, তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করার, যাতে করে তার উপকার হয়। এ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের সঙ্গে আমার কাজ করা সম্ভব না। তার এই  চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আমি আর তাকে নিয়ে সিনেমা বানাবো না, পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি যেটি দিয়েছি সেটি আমি চাইছি না , সেটি তাকে আমি দিয়ে দিলাম।’

এই বিভাগের আরো খবর