এম ইসলাম দিলদার, রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ইউ এইচ এন্ড এফ পি ও) কর্মকর্তা ডাঃ মোঃআক্তারুজ্জামানসহ নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলার খায়েরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান, গাঁওপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী মরিওম, তেঁথুলিয়া মাঝপাড়া এলাকার মৃতঃ নঈমউদ্দীনের ছেলে মোজাহার আলী, দীঘা কমিউনিটি ক্লিনিকে কর্মরত আসাদুজ্জামান, তেঁথুলিয়া মাঝপাড়া এলাকার মৃতঃ হাসেম আলীর ছেলে আব্দুল হাকীম ও মুজাম্মেল। বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ মোঃআকতারুজ্জামান জানান, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) ২৮ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর শনিবার (১৮ জুলাই) রাতে ২২জনের ফলাফল পাওয়া যায়। ফলাফলে ডাঃআক্তারুজ্জামান সহ ৭ জনের করোনা ভাইরাস সংক্রমণের পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে ডাঃমোঃআক্তারুজ্জামান নিজ কর্মস্থলের সরকারি বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন। ডাঃআকতারুজ্জামান আরও জানান, গত ৬ এপ্রিল থেকে ১৯ জুলাই পর্যন্ত বাঘায় সর্বমোট ৩৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে বাঘায় সর্বমোট ৪৯ জন করোনা ভাইরাসে আক্ররান্ত হয়। সুস্থ্য হয়েছেন ১০ জন, মারা গেছেন ২ জন। বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত সকল রোগীকে হাসপাতাল থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখাসহ চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।