সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নাগ অশ্বিনের ছবিতে জুটি বাঁধছেন প্রভাস-দীপিকা

বিনোদন ডেস্ক : বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি হয়ে আসছেন ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস। ছবির অনুমিত বাজেট ৪০০ কোটি রূপি। ইউরোপে এ ছবির শুটিং হবে বলে জানা গেছে। ছবির পরিচালক হিসেবে থাকছেন ‘মহানতি’ ছবির নির্মাতা নাগ অশ্বিন।

দীপিকা ও ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিজের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ছবিটি বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বলিউডে প্রভাসের অভিষেক হয় শ্রদ্ধা কাপুরের বিপরীতে, ‘সাহো’ ছবিতে। বর্তমানে দক্ষিণী তারকা প্রভাসের হাতে আছে ‘রাধে শ্যাম’ ছবির কাজ। এরইমধ্যে ছবির পোস্টার বেশ সাড়া ফেলেছে। ছবিটিতে প্রভাসের নায়িকা পূজা হেগড়ে।

এই বিভাগের আরো খবর