শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে সৌদি বাদশাহ সালমান

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সোমবার সকালে এক বিবৃতিতে জানানো হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আরব নিউজ জানায়, রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি হন বাদশাহ সালমান।

বিবৃতিতে বলা হয়, পিত্তথলির প্রদাহজনিত জটিলতায় বাদশাহ মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, প্রায় ৮৪ বছর বয়সী সালমান ২০১৫ সাল থেকে সৌদি আরব শাসন করছেন। অবশ্য তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেশটির ‘ডি-ফ্যাক্টো’ শাসক মনে করা হয়।

এই বিভাগের আরো খবর