শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে কৃষকের ধান কেটে দিলেন পলাশের এমপি 

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীর পলাশে ধান কাটার শ্রমিক সংকটের কথা চিন্তা করে শতাধিক নেতাকর্মীদের নিয়ে রোজা রেখে কৃষকের ধান কেটে দিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। আজ সোমবার দুপুরে পলাশের গজারিয়া ইছাখালী গ্রামের পারুলিয়া মোড় এলাকায় কৃষক সিরাজুল ইসলামের ২ বিঘা জমির ধান নেতাকর্মীদের নিয়ে কেটে দেন তিনি। পরে নেতাকর্মীরা ওই ধান কৃষকের বাড়িতে পৌছে দেন। সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপের নেতৃত্বে প্রায় শতাধিক আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এ কাজে অংশ নেন। এদিকে এমপির নির্দেশে পলাশের বিভিন্ন ইউনিয়নেও আওয়ামীলীগ ও এর অংগসংগঠনের নেতাকর্মীরা আজ থেকে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন। সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ সমকালকে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। তাই এই সরকার কৃষকের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা যদি কৃষকের ধান কেটে ঘরে তুলে দিতে পারি তাহলে খাদ্যের অভাব আর থাকবে না। এবার নরসিংদী-২পলাশ নির্বাচনী এলাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। আসুন আমরা সবাই কৃষকের পাশে দাড়াই।

এই বিভাগের আরো খবর