জেলা প্রতিনিধি, রায়হান ইসলাম : করোনা ও রমজান মাসকে পুঁজি করে রাজশাহীর দূর্গাপুরে দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে ৬ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালের দিকে দূর্গাপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন মৃধা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা বলেন, রমজান মাসে দ্রব্য মূল্যর বাজার নিয়ন্ত্রণে রাখতে আমাদের বাজার মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। যদি পন্যের দাম কেউ বেশি নেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বাজার নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।