রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মিশরের হোটেলে বাংলাদেশি-আমেরিকান নারীর রহস্যজনক মৃত্যু

ডেস্ক নিউজ : বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে মিশরের কায়রোর একটি হোটেল থেকে।  ফাতেমা খান খুকি (৪৪) নামে ওই নারী পাঁচদিন আগে কায়রোতে ঘুরতে গিয়েছিলেন।

মঙ্গলবার কায়রোর একটি হোটেলের কক্ষ থেকে স্থানীয় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিউটি এক্সপার্ট হিসেবে বাংলাদেশি-আমেরিকান ওই নারী কর্মরত ছিলেন।

কায়রোর মার্কিন দূতাবাস ওই নারীর মৃত্যুর খবর তার পরিবারকে জানিয়েছে।

ফাতেমা খানের বান্ধবী নিউইয়র্কের বাংলা টিভির উপস্থাপিকা শারমিনা সিরাজ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, তিনি প্লাস্টিক সার্জারির কাজে মিসর গিয়েছেন। পরিবার প্রথমে ফাতেমার মরদেহ মিসর থেকে বাংলাদেশে নেওয়ার কথা বলছিল। কিন্তু তিনি যেহেতু আমেরিকার নাগরিক, তাই তদন্তের স্বার্থে মরদেহ সেখানেই যাবে।’

এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি। কায়রো পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে। বিষয়টি এখনো রহস্যাবৃত বলে জানা গেছে বিভিন্ন সূত্রে।

এই বিভাগের আরো খবর