বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মরুভূমিতে মিলল সিজদারত লাশ

ডেস্ক নিউজ : সৌদি আরবের হারিয়ে যাওয়া এক ব্যক্তির সিজদারত লাশ মিলেছে দেশটির মরু অঞ্চলে। রিয়াদের বাসিন্দা দুওয়াইহি হামউদ আল-আজিলাইন (৪০) তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাঁকে রিয়াদের ওয়াদি আল-দাওয়াসির মরু অঞ্চলে সিজদারত অবস্থায় খুঁজে পান।

গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, কাঠবোঝাই একটি গাড়ির পাশে এক ব্যক্তি সিজদায় স্থির হয়ে আছেন। ধারণা করা হচ্ছে, আল-আজিলাইন পরিবারের জন্য কাঠ সংগ্রহ করতে মরুভূমিতে গিয়েছিলেন।

পারিবারিক সূত্রে স্থানীয় গণমাধ্যম বলছে, গত বৃহস্পতিবার আজিলাইন ঘর থেকে বের হন। এরপর ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা পুলিশকে জানান এবং পুলিশ গাড়িসহ তাঁকে মরুভূমিতে খুঁজে পায়।

সূত্র : আল আরাবিয়া

এই বিভাগের আরো খবর