এম ইসলাম দিলদার, রাজশাহীঃ রাজশাহী জেলার গুরুত্বপূর্ণ থানা হিসেবে পরিচিত বাঘা থানা। বাঘা উপজেলায় ভারতের সীমান্তে পদ্মার তীর বর্তী ৭টি ইউনিয়ন পরিষদ এবং ২টি পৌরসভা নিয়ে গঠিত এই থানায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। ঐতিহ্যবাহী বাঘা শাহী মসজিদসহ অসংখ্য গুরুত্বপূর্ণ সরকারি – বেসরকারি প্রতিষ্ঠাননিয়ে প্রায় ৩ লক্ষ্য মানুষের বসবাস।
বাঘার গুরুত্বপূর্ণ থানায় গত ১৫ই আগস্ট ২০১৯ তারিখ নজরুল ইসলাম যোগদান করেন অফিসার ইনচার্জ (ওসি)হিসেবে। ওসি নজরুল ইসলাম যোগদানের ১১মাসের মধ্যেই পাল্টে গেছে বাঘা থানার চিত্র। শান্তির জনপদ হিসেবে বাঘা থানাকে গড়তে চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।পুরো বাঘার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ওসি নজরুল ইসলামের ভূমিকা অবিস্মরণীয়। সরেজমিনে দেখা গেছে,করোনাকালীন সময়ে ওসির সার্বিক সহযোগিতায় বাঘা উপজেলার কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে বাঘা থানা পুলিশ। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জনসচেতনতামূলক লিফলেট বিতরণ থেকে শুরু করে, অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী বিতরণেও বিশেষ ভূমিকায় ছিলেন ওসি নজরুল ইসলাম। শুধু তাই নয়,তিনি যোগদানের পর থেকে থানা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড দিন দিন কমে আসছে।আগে যেখানে বাঘা থানায় দালালদের আবির্ভাব ছিল বেশি সেখানে বর্তমানে বাঘা থানা সম্পূর্ণ দালালমুক্ত।অপরাধী যেই হোক না কেন,কোন ছাড় নেই।সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ব্যাবসায়ীদের দৌরাত্ন মাঝে মাঝেই বেড়ে যায়,তবে বর্তমান ওসি নজরুল ইসলাম মাদক ব্যাবসায়ী,সন্ত্রাস-চাঁদাবাজদের কাছে এক আতংকের নাম।
একান্ত সাক্ষাৎকারে ওসি নজরুল ইসলাম বলেন,পুলিশ জনগণের বন্ধু।আইনের শাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে জনগণের সেবক হিসেবে কাজ করাই পুলিশের কাজ।আমার কর্মজীবনে নিজেকে সেবক হিসেবে কাজে লাগাতে চাই। তাই যেখানে যাই নিজের কর্মদক্ষতা দিয়ে চ্যালেঞ্জ হিসেবে কাজ করি।আমি মনে করি থানা হোক সাধারণ মানুষের সেবার শেষ আশ্রয়স্থল।সেজন্য আমি আমার অধিনস্ত অফিসারদের সর্বদা নির্দেশ দিয়েছি তারা যেন আইন-শৃঙ্খলা রক্ষার মাধ্যমে সাধারণ মানুষের সেবায় কাজ করে।
ওসি নজরুল ইসলাম আরও জানান, বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং তারই সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী শান্তিময় সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে পুলিশকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
পুলিশই জনতা-জনতাই পুলিশ, এই স্লোগানকে সামনে রেখে আমার বাঘা থানা পুলিশের সকল অফিসারগন ও কনেস্টেবুল এক হয়ে কাজ করে যাচ্ছি।ওসি নজরুল ইসলামের নির্দেশনা মেনে সঠিক পরিকল্পনাতে বাঘা থানার এসআই গোলাম জেলা ও বিভাগের শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরুস্কৃত হয়। থানার সকল অফিসারগন ওসির নির্দেশনা মেনে করোনার মধ্যেও দিন-রাত রোদ-বৃস্টিতে ভিজে সরকারী কর্তব্য পালন করছে সঠিক ভাল মনের অফিসার ইন-চার্জের দায়িত্বে থাকায়।