বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে আরো ১৭জনের দেহে করোনা শনাক্ত

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর আরো ১৭জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৯৪জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭১জনে। চাঁদপুর সদরে আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়ালো

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১০জন, হাইমচরে ১জন ও ফরিদগঞ্জে ৬জন ।

চাঁদপুর সিভিল সার্জন শাখাওয়াত উল্লাহ জানায়, বৃহস্পতিবার সকালে ৩১টি রিপোর্ট আসে । এর মধ্যে ১৭টি পজেটিভ। ১৪টি নেগেটিভ।

জেলায় ১৫৯৪জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৬০৬জন, মতলব দক্ষিণে ১৭৩জন, শাহরাস্তিতে ১৬১জন, হাজীগঞ্জে ১৫৩জন, ফরিদগঞ্জে ১৮৩জন, হাইমচরে ১১৭জন, কচুয়ায় ৭০জন এবং মতলব উত্তরে ১৩০জন।

চাঁদপুর জেলায় করোনায় মৃত ৭১জনের মধ্যে চাঁদপুর সদরে ২০ জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ৯জন, শাহরাস্তিতে ৬জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।

 

এই বিভাগের আরো খবর