শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দূর্গাপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ২

রায়হান ইসলাম, রাজশাহী : রাজশাহীর দূর্গাপুরে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে দূর্গাপুর থানা পুলিশ। আর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জন চোরকে আটকও করেছে পুলিশ।শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দূর্গাপুর সিংগা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কলন্ঠিয়া গ্রামের মাসুদ রানা (২৮) ও লক্ষীপুর গ্রামের আমিনুল ইসলাম (৩০)।

থানার এসআই মাসুদ রানা ও সারোয়ার জাহান জানান,থানায় মামলা হওয়ার পর গাড়িটি উদ্ধারে ব্যাপক অভিযান চালানো হয় । এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চোর মাসুদ ও আমিনুল চুরি হওয়া মোটরসাইকেল বাজারে বিক্রির চেষ্টা করার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা “দৈনিক আমাদের সময় “কে জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাগলপাড়া গ্রামের তহিদুল ইসলাম নামের একব্যক্তির বাড়ির প্রাচীর টপকে ওই দুই চোর ১১০সিসি’র একটি টিভিএস মোটরসাইকেল চুরি করে। ওই ঘটনায় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগী তহিদুল থানায় এসে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। রোববার (২৬ জুলাই) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে’ বলেও জানান ওসি।

এই বিভাগের আরো খবর