রবিবার, ২৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হায়া সোফিয়া নিয়ে দ্বন্দ্বে তুর্কি পতাকা পোড়াচ্ছে গ্রিস

আন্তর্জাতিক ডেস্ক : হায়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তর করায় ক্ষিপ্ত হয়ে উঠেছে গ্রিস। দেশটির বন্দর শহরে তুরস্কের পতাকা পোড়ানো হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে শনিবার বিবৃতি দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রিস কর্তৃপক্ষ জনগণকে উসকে দিয়েছে, পতাকা পোড়ানোর অনুমতি দিয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র হামি আকসয় বলেছেন, আমরা গ্রিসের সরকার ও সংসদ সদস্যদের ঘৃণাজনক বিবৃতির প্রতিবাদ জানাচ্ছি। তারা জনগণকে উসকে দিচ্ছেন এবং বন্দর শহর থেসালুনিকিতে আমার মর্যাদাপূর্ণ পতাকা পোড়ানোর অনুমিতি দিচ্ছেন।

ইস্তাম্বুলের হায়া সোফিয়া জাদুঘর, যা কয়েক শতাব্দী ধরে অর্থডক্স খ্রিষ্টানদের গির্জা ছিল, তাকে মসজিদে পরিণত করার কথা ঘোষণা করে তুরস্কের সর্বোচ্চ আদালত। তবে নামাজ আদায়ের সময় বাদে সেটিতে দর্শণার্থীরা যেতে পারবে।

সূত্র: আন্দালু এজেন্সি

এই বিভাগের আরো খবর