শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করল ম্যানইউ-চেলসি

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শেষ ম্যাচটি ‘অলিখিত ফাইনাল’ হয়ে ওঠেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের তিন দল ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লেস্টার সিটির জন্য। আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকেট কাটতে হলে তাদের থাকতে হতো পয়েন্ট তালিকার সেরা চারে।

সেই পরীক্ষায় উতরে গেছে ইউনাইটেড ও চেলসি। দু’দলই তিন পয়েন্ট আদায় করে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে।

লেস্টারের হৃদয় ভেঙে তাদেরই মাঠে ২-০ গোলের জয় পেয়েছে রেড ডেভিলরা। ম্যাচটিতে ড্র হলেও চলতো ওলে গানার সুলশারের শিষ্যদের। অন্যদিকে লেস্টারকে আদায় করতে হতো তিন পয়েন্ট। কিন্তু ফাইনাল হয়ে ওঠা মৌসুমের শেষ ম্যাচটিতে কোনো ঝুঁকি নেয়নি ইউনাইটেড।

শুরু থেকে দু’দল গোলের জন্য সমানতালে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে বড় ভুল করে বসে লেস্টার। পেনাল্টি বক্সের মধ্যে অ্যান্থনি মার্শালকে ফাউল করে বসেন জনি ইভান্স। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ৭১তম মিনিটে স্পট-কিক থেকে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস।

গোল শোধে মরিয়া লেস্টার এরপর বেশ কয়েকবার আক্রমণ শাণায় রেড ডেভিল শিবিরে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি জেমি ভার্ডিরা। শেষদিকে তারা উল্টো ১০ জনের দল হয়ে পড়ে। নির্ধারিত সময়ের যোগ করা চতুর্থ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বসেন ইভান্স। সুযোগটা কাজে লাগায় সুলশারের দল। এর চার মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন জেসে লিঙ্গার্ড।

আরেক ম্যাচে লেস্টার হারলে কোনও পয়েন্ট ছাড়াই চতুর্থ হয়ে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হতো চেলসির। তবে মাঠে নেমে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল কোনও ঝুঁকি নেয়নি। নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে উলভসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ব্লুজরা।

প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে ম্যাসন মাউন্টের গোলে এগিয়ে যাওয়ার তিন মিনিট পর চেলসির ব্যবধানটা দ্বিগুণ করেন অলিভিয়ের জিরু। ম্যাচের বাকি সময় সেই ব্যবধান ধরে রেখে চ্যাম্পিয়নস লিগের টিকেট কাটে ল্যাম্পার্ডের শিষ্যরা।

চেলসি মৌসুম শেষ করেছে ৩৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তালিকার চারে থেকে। সমান ম্যাচে গোল ব্যবধানে এগিয়ে থেকে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে তাদের নিকট প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। রেকর্ড ৭ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়া লিভারপুলের পয়েন্ট ৯৯। ৬২ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা লেস্টার খেলবে আগামী মৌসুমের ইউরোপা লিগে।

এই বিভাগের আরো খবর