মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দূর্গাপুরে গলায় ফাঁস দিয়ে এন্ড্রু কিশোরের শিক্ষা গুরুর আত্মহত্যা

রায়হান ইসলাম, : রাজশাহীর দূর্গাপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শিক্ষা গুরু ও সাবেক শিক্ষা অফিসার। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের বাছেরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষা কর্মকর্তার নাম বীরেন্দ্রনাথ সরকার(৭৫)। সে জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন আগে সে চাকরি থেকে অবসর নেন। আর এর পর থেকেই মানুষিক ভাবে হতাশ হয়ে পড়েন। তার পরিবারের পক্ষ থেকে আরো জানানো হয়, প্রখ্যাত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শিক্ষা গুরুও ছিলেন তিনি। মাঝে মাঝে এন্ড্রু কিশোর আসতেন তাদের বাড়িতে বেড়াতে।

বিষয়টি নিশ্চিত করে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ খুরশিদা বানু কনা জানান, তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ছিলেন।অনেকের শিক্ষা গুরু ছিলেন তিনি। চাকরি থেকে অবসরে নেওয়ার পর থেকে তিনি মানুষিক ভাবে হতাশ হয়ে পড়ার পাশাপাশি নানান রোগে ভুগছিলেন আর এ কারনে আত্মহত্যার করেছেন বলে ধারনা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর