স্পোর্টস ডেস্ক : যথাযত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। একে তো করোনাকাল তার ওপর দেশের প্রায় অর্ধেক অঞ্চল এখন বন্যা কবলিত।
যে কারণে আগের মতো ঈদের আমেজ নেই আর। এরপরও ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ।
নিজের ফেসবুক পেজে ঈদের নামাজের পোশাক পরিহিত ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজের সঙ্গে কোরবানিগুলোকেও কবুল করবেন এবং দুনিয়া ও পরকালে আমাদেরকে এর উত্তম প্রতিদান দান করবেন।’
ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।
তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’
সবার থেকে ভিন্নরকম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের সেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তিনি লিখেছেন, ‘মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আজহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালোবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে।’
জাতীয় দলের অন্যতম পেসার রুবেল হোসেন ঈদের পাঞ্জাবী পরিহিত ছবি পোস্ট করে শুধু লিখেছেন,‘ঈদ মোবারক’।
জাতীয় ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবালের ফেসবুক পেজে আজ কিছু লেখার দেখা মেলেনি।অবশ্য চারদিন আগে ঈদের শুভেচ্ছা জানিয়ে রেখেছেন তিনি। পেটের পীড়ার চিকিৎসার জন্য এই ক্রিকেটার লন্ডনে অবস্থান করছেন।