শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে শিশিরকে চমকে দেয়ার মতো উপহার দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : ঈদের আনন্দ বহুগুণে বেড়ে গেল স্বামী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের। প্রিয়জনের কাছ থেকে বিশেষ উপহার পেয়েছেন তিনি। স্বামী সাকিবের কাছে থেকে ঈদুল আজহায় একটি মার্সিডিজ বেঞ্জ উপহার পেয়েছেন শিশির। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সেই গাড়ির ছবি দিয়ে ভক্তদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করে শিশির লিখেছেন, স্বামীর পক্ষ থকে আমার ঈদের উপহার। শিশিরের সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মাত্র ১ ঘণ্টাতেই ২৮ হাজার লাইক, ৮১৪ কমেন্টস এবং ৫৬৭টি শেয়ার হয়ে গেছে। ভক্তরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে।

এই বিভাগের আরো খবর