শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের বিয়ে প্রসঙ্গে যা জানালেন তাহসান

বিনোদন ডেস্ক : মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর গায়ক ও অভিনেতা তাহসানের বিয়ে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে। তবে তা বাস্তবে পরিণত হয়নি। তাহসান নিজেও ব্যক্তিগত জীবন নিয়ে জনসম্মুখে কথা বলতে আগ্রহী নন। তবে তার বিয়ে ভক্ত ও অনুসারীদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি নিজের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন তাহসান। 

গতকাল শনিবার তাহসান যুক্তরাষ্ট্র থেকে মারিয়া নূরের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়েছিলেন। সেখানে ফের বিয়ের প্রসঙ্গে তাহসান বলেন, যদি সেলিব্রেটি কাউকে বিয়ে করি সে হয়ত গসিপ মেনে নিতে পারবে। আর যদি শোবিজের বাহিরে কাউকে বিয়ে করি তবে সেটা তার জন্য কষ্টসাধ্য হবে। আমি জানি না আমার পরবর্তী জীবনসঙ্গী কে হবে। যদি পাবলিক ফিগার কেউ জীবনসঙ্গী হয় তবে সবাইকে বলব। আর যদি কোনো সাধারণ অর্থাৎ শোবিজের বাহিরের কেউ হয় তবে তা গোপনীয় থাকবে।

প্রসঙ্গত, তাহসান ও মিথিলা ১১ বছর সংসার করার পর ২০১৭ সালের মে মাসে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। গত বছরের ডিসেম্বরে মিথিলা বিয়ে করেন কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জীকে।

এই বিভাগের আরো খবর