শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান এর নেতৃত্বে এসআই মোঃ নঈমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় ফোর্সসহ আজ বুধবার বিকেলে নরসিংদী মডেল থানাধীন সদর হাসপাতালের সামনে থেকে  মাদক ব্যবসায়ী ১। মোঃ ওমর ফারুক মোস্তফা(৩১), পিতাঃ আব্দুল মান্নান, গ্রাম -দক্ষিণ আগরপুর (জানখার টেক), থানা-শিবপুর, নরসিংদীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে  ২৫০(দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ । এছাড়া মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ ওমর ফারুক মোস্তফা এর নিজ হেফাজত হতে উদ্ধার করা হয় বলে জানান নরসিংদী সদর মডেল থানা পুলিশ। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর