সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্যাশন ডিভা হয়ে উঠছেন সুহানা

বিনোদন ডেস্ক : বলিউডের সবচয়ে বড় সুপারস্টারদের একজন শাহরুখ খান। বিশ্বজুড়ে রয়েছে তার কোটি কোটি ভক্ত। তার এ খ্যাতির কারণে আলোচনায় থাকে তার পরিবারও। শাহরুখ খানের একমাত্র কন্যা সুহানারও প্রচুর ভক্ত এবং অনুসারী এরইমধ্যে তৈরী হয়ে গেছে। এখনো বলিউডে অভিষেক হয়নি সুহানার। কিন্তু তাকে নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহের কমতি নেই।

কয়েকমাস আগে সবাইকে অবাক করে নিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক করেন সুহানা। এরপর থেকে তিনি আরও বেশি আলোচনায় উঠে আসেন।  ভারতীয় সংবাদমাধ্যমের পেজ থ্রি সরগরম শাহরুখ-কন্যা সুহানা খানকে নিয়ে।

সুহানা খান যে ক্রমশ ফ্যাশন ডিভা হয়ে উঠছেন তা স্পষ্ট করে দেন তার স্টাইলিংয়ে। পলকা ডট থেকে সাদা, শাহরুখ-কন্যা সুহানার পোশাকে কুপোকাত নেট জনতা।

প্রসঙ্গত, খুব শীঘ্র বলিউডে অভিষেক হতে পারে সুহানার। বর্তমানে নিউ ইয়র্কের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি চলচ্চিত্র নিয়ে পড়ছেন। পড়াশুনার পাঠ চুকে গেলেও পুরোদমে অভিনেত্রী হিসেবে হাজির হতে পারেন ২০ বছর বয়সী এ তারকাকন্যা।

এই বিভাগের আরো খবর