রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে তাবলীগ জামাতের ১০ বাংলাদেশী আটক

নিউজ ডেস্কঃ ভারতে তাবলিগ জামাতের ১২ সদস্যকে আটক করা হয়েছে, যার ১০ জনই বাংলাদেশি। কোয়ারেন্টিন শেষে স্থানীয় প্রশাসনকে না জানিয়ে অন্যত্র অবস্থান করার অভিযোগে তাদের আটক করা হয়।ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট্টিনের খবরে বলা হয়, দিল্লির নিজামুদ্দিন মার্কাজে গত মার্চে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেওয়া ১২ জনকে মধ্যপ্রদেশের শিবপুর থেকে আটক করা হয়েছে। এদের ১০ জন বাংলাদেশি, বাকি দুজন পশ্চিমবঙ্গের। এ ১২ জন স্থানীয় প্রশাসনকে না জানিয়ে কোয়ারেন্টিন শেষে এখানে অবস্থান করছিলেন। তাদেরকে আশ্রয় দেওয়ার অভিযোগে তিন স্থানীয়কেও আটক করা হয়েছে। শিবপুরের পুলিশ সুপার সম্পাত উপাধ্যায় বলেন, ‘তাবলিগ জামাতের যাদেরকে করোনা ছড়ানোর অভিযোগে কালো তালিকাভুক্ত করা হয়েছিল, এই ১২ জন সে তালিকায় রয়েছে। তাদের করোনা পরীক্ষা করা হলে তা নেগেটিভ এসেছে।’গত মার্চে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে তাবলিগ জামাতের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেওয়াদের অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হন। তাবলিগের এ সমাবেশে অংশ নেওয়া ৯৬০ বিদেশিকে কালো তালিকাভুক্ত করে ভারত। এ তালিকায় ৭৩ বাংলাদেশি ছিলেন, যার মধ্যে এ ১০ জনও রয়েছেন।

এই বিভাগের আরো খবর