শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আহমেদাবাদের একটি করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন রোগীর মৃত্যু হয়েছে। ৩৫জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লাগে। আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে তা নিয়ন্ত্রণে আনতে বেশ সমস্যায় পড়তে হয়েছে দমকলকর্মীদের। আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।

জানা গেছে, মৃত ৮ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ইকোনমিক টাইমস

এই বিভাগের আরো খবর