রায়হান ইসলাম, রাজশাহী : রাজশাহীর মোহনপুরে মামলা তুলে না নেওয়ায় সাংবাদিক শাহিন সাগরের উপর হামলা চালিয়েছে এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মোহনপুর উপজেলা চত্বরের কাছে তাকে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে ওই হামলাকারী।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং সেখান থেকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানান, সাংবাদিক শাহীন এর আগেও হামলার শিকার হোন। ওই ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে তিনি একটি মামলা করেন। এ মামলায় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ জেলহাজতে পাঠায়। জেলহাজত থেকে গত বুধবার জামিনে মুক্ত হয়ে ওই যুবক আজ সন্ধ্যায় উপজেলা চত্তরে শাহীনের ওপর ছুরি নিয়ে হামলা করে। এতে তিনি মারাত্মক আহত হোন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে ওই যুবককে আটক করেছে পুলিশ।