বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর দূর্গাপুরে প্রথম করোনা রোগী সনাক্ত

রায়হান ইসলাম, রাজশাহী: রাজশাহীর দূর্গাপুরে এই প্রথম কোন করোনা রোগী সনাক্ত হয়েছে। তবে আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ ফেরত বলে জানিয়েছে তার পরিবার। আজ বৃহস্পতিবার বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। করোনা আক্রান্ত ওই ব্যক্তির নাম মো: সাইদুর ইসলাম(৪০) তিনি উপজেলার ঝালুকা ইউনিয়নের ভাঙ্গিরপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান জানান, আক্রান্ত ওই ব্যক্তি গত সোমবার (২৭ এপ্রিল) নারায়ণগঞ্জ থেকে এসেছেন।তার আসার খবর পেয়ে আমরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরীক্ষায় তার শরীরে করোনা পাওয়া যায়। আর সেখানে তিনি ঝালমুড়ি বিক্রি করতেন তবে তার স্ত্রী গার্মেন্টস কর্মী ছিলেন।

এই বিভাগের আরো খবর