আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসের কাছেই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, তৎক্ষণাৎ তাঁকে জানানো হলে সঙ্গে সঙ্গে সংবাদ সম্মেলন ছেড়ে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস লাগোয়া পেনসিলভানিয়া স্ট্রিটের এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা যায়।
মিনিট কয়েক পর সংবাদ সম্মেলন মঞ্চে ফিরে এসে ট্রাম্প বলেন, ‘পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আমার সঙ্গে কিছুই হয়নি।’
সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমাকে কি আতঙ্কিত মনে হচ্ছে?’
ট্রাম্প বলেন, পৃথিবীটা বিপজ্জনক জায়গা। এটা নতুন কিছু না। শত শত বছর ধরে পৃথিবী অনিরাপদ, খুবই অনিরাপদ। এবং এটা এমনই থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত।
গতকাল সোমবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে কথা বলছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা মঞ্চে এসে তাঁকে কানে কানে কিছু বলেন। সঙ্গে সঙ্গে তিনি মঞ্চ ছেড়ে নিরাপদে চলে যান। অল্প কিছুক্ষণের জন্য লকডাউন করে দেওয়া হয় পুরো হোয়াইট হাউস।