শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটে ফেরার সম্ভাবনা আরেকটু উজ্জ্বল হলো

স্পোর্টস ডেস্ক : করোনা সংক্রমণের মাঝেই কিছুদিন আগে থেকে দেশের চারটি স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করছেন ক্রিকেটাররা। আজ ক্রীড়া মন্ত্রণালয় থেকেও সীমিত পরিসরে খেলাধুলা শুরু করার নির্দেশনা এসেছে। এবার বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা আরেকটু উজ্জ্বল হলো। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ দল।

এক ভিডিও বার্তায় নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। প্রাথমিকভাবে আলোচনা ছিল, আমাদের তিন টেস্টের একটা সিরিজ হবে। এর সঙ্গে আরো তিনটি টি-টোয়েন্টি খেলার একটা প্রস্তাব এসেছে। এ ব্যাপারে আমরা নিজেরা কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। দিনক্ষণ আমরা এখনো চূড়ান্ত করিনি, কোন কোন সংস্করণের খেলা হবে সেটা ঠিক হওয়ার পর আমরা দিনক্ষণ ঠিক করব।’

টাইগারদের এই সফরটি করোনার কারণে পিছিয়ে গিয়েছিল। নিজামউদ্দিন চৌধুরী আরো বলেছেন, ‘সূচি চূড়ান্ত করার পর জাতীয় দলের ক্যাম্পের সময় ঠিক করব। আপাতত প্রাথমিকভাবে ঠিক করা আছে, সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে গেলে এর আগে ক্যাম্প আয়োজন করব। যখনই ক্যাম্পের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব, আগে ক্রিকেটারদের আইসোলেশনে নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করাব, এরপর আবাসিক ক্যাম্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

এই বিভাগের আরো খবর