শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজ হচ্ছে না

স্পোর্টস ডেস্ক : করোনা পরিস্থিতিতে শ্রীলঙ্কা সফর স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বর্তমান পরিস্থিতিতে শ্রীলংকা সফরে বাংলাদেশ তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিশ্চিত করা গেছে। কিন্তু তিনটি টি-টোয়েন্টি হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। আজ সেই বিষয়টিই নিশ্চিত হয়ে গেল আজ। জানা গেলো, শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ক্রিকেট দল শুধুমাত্র তিন ম্যাটের টেস্ট সিরিজই খেলবে। একটি টেস্ট কমিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি নয় বিসিবি। তাই শ্রীলঙ্কা সফরে হচ্ছে না টি-টোয়েন্টি সিরিজ।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি বলেছেন, ‘র‌্যাংকিংয়ের কথা মাথায় রেখে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলা প্রয়োজন আমাদের। তাই টি-টোয়েন্টির চেয়ে টেস্টকে গুরুত্ব দিতে হচ্ছে। এ কারণে একটি টেস্ট কমিয়ে সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করার পক্ষে নই আমরা।’এর আগে বুধবার এক সভা শেষে আকরাম খান নিশ্চিত করেছিলেন যে, সফরে তিনটি টেস্ট খেলবেন মুমিনুলরা। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোয়। যার প্রথমটি শুরু হবে ২৪ অক্টোবর। বাংলাদেশ দল কলম্বোর উদ্দেশে রওনা হবে ২৩ অথবা ২৪ সেপ্টেম্বর। হাই পারফরম্যান্স দলও শ্রীলংকা সফর করবে। দু’দলের প্রথম তিন সপ্তাহের সব খরচ মেটাবে বিসিবি। শ্রীলংকা সফরকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে ১৪ সেপ্টেম্বরের আগে।

এই বিভাগের আরো খবর