মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী জেলা পুলিশের বিশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহীঃ অদ্য ১৩/৮/২০২০ তারিখ বেলা ২.০০ টায় রাজশাহী জেলা পুলিশের বিশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম স্যার। এ সময় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। সভায় রাজশাহী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাদক দমনে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। আসন্ন জাতীয় শোক দিবসকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশেষ দিকনির্দেশনা দেয়া হয়। পাশাপাশি বিট পুলিশিং এর মাধ্যমে জনবান্ধব পুলিশি ব্যবস্থা ও জনগনের প্রত্যাশিত সেবা নিশ্চিতককরনে পুলিশ সুপার স্যার থানার ওসিদের নির্দেশনা প্রদান করেন।

এই বিভাগের আরো খবর