শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ তিন জন চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার বৃহস্পতিবার (১৩ আগষ্ট ) জেলা গোয়েন্দা নরসিংদীর এসআই মোস্তাক আহম্মেদ ও এসআই মাহমুদুল হাসান পৃথক পৃথক অভিযান পরিচালনা করে জেলার চিহ্নিত ০৩ (তিন) মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।  এসআই মোস্তাক আহম্মেদ রায়পুরা থানাধীন বাঘাইকান্দি এলাকা থেকে  চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোসাঃ তাজমহল বেগম(৫৫),স্বামী- হানিফা,গ্রাম -চর আড়ালিয়া,থানা- রায়পুরা,জেলা-নরসিংদী,(২) বশির উদ্দিন (৩৫),পিতা-রহমত উল্লাহ ফকির, গ্রাম – করিমপুর,থানা ও জেলা-নরসিংদীদের ০২ (দুই) কেজি গাঁজা সহ গ্রেফতার করে। এবং পৃথক অভিযানে এসআই মাহমুদুল হাসান শিবপুর থানাধীন কোদালিয়া এলাকা থেকে  চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) জ্বিলানী(৩৬), পিতামৃত-হযরত আলী, গ্রাম -পুরানপাড়া (জামতলা),থানা-শিবপুর,জেলা-নরসিংদীকে ০৪ (বোতল) ফেনসিডিল সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে পৃথক পৃথক  এজাহার দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর